Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড ফাইনাল

সাম্প্রতিক কর্মকান্ডঃ-

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগ অগ্নিকান্ডসহ যেকোন দুর্যোগ-দুর্ঘটনায় প্রথম সাড়াদানকারী সেবাধর্মী প্রতিষ্ঠান। অত্র বিভাগের  আওতাধীন ০৫টি বৃহত্তর জেলা কার্যালয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল কুমিল্লা বৃহত্তর জেলা কার্যালয়। গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে অত্র বৃহ্ত্তর জেলার আওতাধীন কর্মীরা দিন-রাত ২৪ ঘন্টা মানুষের কল্যাণ ও সেবায় নিয়োজিত। জনগণের দোরগোড়ায় অত্র অধিদপ্তরের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে ৩টি জেলায় ২৬টি ফায়ার স্টেশন চালু করা হয়েছে এবং ১০টি ফায়ার স্টেশন স্থাপনের কার্যক্রম চলমান।

  1. বৃহত্তর কুমিল্লা জেলার আওতাধীন ফায়ার স্টেশন কর্তৃক ২০১৭-১৮ অর্থ বছরে ৭৭৫টি, ২০১৮-১৯ অর্থবছরে ৭৯৯টি ও  ২০১৯-২০ অর্থবছরে ১৩৮২টি অগ্নিনির্বাপণের ফলে মোট ২০১,৬৬,৬৪,৫০০ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
  2. অত্র দপ্তরের আওতাধীন স্টেশনসমূহ কর্তৃক সড়ক ও নৌ-দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে ।
  3. অত্র দপ্তরের আওতাধীন স্টেশনসমূহ কর্তৃক যে কোন দুর্ঘটনা তাৎক্ষণিক মোকাবেলার জন্য দুর্ঘটনাপ্রবণ (৮টি)পয়েন্টে নিয়মিত টহল ডিউটি পরিচালনা করা হচ্ছে। যার  ফলে অগ্নি-দুর্ঘটনাসহ যে কোন ধরনের দুর্ঘটনায় অতি দ্রুত সাড়া প্রদান করায় জান-মালের ক্ষয়ক্ষতির পরিমান অনেকাংশে হ্রাস পেয়েছে।
  4. উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে উদ্ধার কার্যক্রম। ২০১৮ সালে ৩৫৫ জন, ২০১৯ সালে ৪৮০ জন ও ২০২০সালে ৫৭৫ জনকে উদ্ধার করা হয়েছে।
  5. অত্র দপ্তরের কর্মীদের মনোবল এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অত্র দপ্তরের আওতাধীন বিভিন্ন ফায়ার স্টেশন হতে কর্মকর্তা/কর্মচারীদের অত্র দপ্তরে নিয়ে এসে অগ্নি-নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের বহুমাত্রিক সমস্যার মধ্যে বহুতল ও বাণিজ্যিক ভবনের অগ্নি-নির্বাপণের জন্য অত্র জেলায় ব্রেভহার্ট কোর্স, Crush Programme চলমান আছে।
  6. ভূমিকম্প দুর্ঘটনায় উদ্ধার কাজ করার জন্য USAR টিম এবং স্পেশাল ফায়ার ফাইটিং, ওয়াটার রেসকিউ টিম গঠন করা হয়েছে।
  7. ভূমিকম্প দুর্ঘটনায় উদ্ধার কাজ করার জন্য ৩টি স্পেশাল ফায়ার ফাইটিং, ওয়াটার রেসকিউ টিম গঠন করা হয়েছে।
  8. অগ্নি-সেনাদের শারীরিক ফিটনেস রাখার জন্য প্রতিটি ফায়ার স্টেশনে নিয়মিত পিটি ক্লাস করানো হয়ে থাকে ।
  9. এছাড়াও ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সহযোগিতা করার জন্য বিভিন্ন এনজিও এর সহযোগিতায় ১টি সিটি কর্পোরেশনসহ অন্যান্য জেলা শহরের স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণের মাধ্যমে ভলান্টিয়ার তৈরির কার্যক্রম চলমান আছে। ইতোমধ্যে ৩১০ জন কমিউনিটি ভলান্টিয়ার তৈরি করা হয়েছে।
  10. অত্র দপ্তরের অগ্নিনির্বাপণ খাতে ২০১৭-২০১৮ অর্থ-বছরে ৩৭,৩০০ টাকা, ২০১৭-২০১৮ অর্থ-বছরে ৪১,০০০ টাকা  ও ২০১৮-২০১৯ অর্থ-বছরে ৩৭,৮০০  টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লা কর্তৃক সড়ক ও নৌ দূর্ঘটনার উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে সড়ক সড়ক দূর্ঘটনায় উদ্ধার কার্যক্রম। অগ্নি প্রতিরোধ কার্যক্রমের তদারকি বৃদ্ধির জন্য ওয়্যারহাউজ ইন্সপেক্টর ১৫ টি পদ নতুন সৃজন করা হয়েছে। দাউদকান্দি, চান্দিনা, কুমিল্লা, চৌদ্দগ্রাম ও চৌয়ারাবাজার ফায়ার স্টেশন সমূহ ফোটন ও টোয়িং ভ্যাহিকেল গাড়ীর মাধ্যমে টহল ডিউটি চলাকালীন সময়ে তৎক্ষনাৎ উদ্ধার কাজে অংশগ্রহন করে। কুমিল্লা জেলায় ৩১০ জন প্রশিক্ষিত কমিউনিটি ভলানটিয়ার তৈরী করা হয়েছে।